সম্প্রতি সিয়াচেন হিমবাহে 4G এবং 5G নেটওয়ার্ক স্থাপন করে ইতিহাস গড়ল ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি jio । এই প্রত্যন্ত অঞ্চলে প্রথম 5G নেটওয়ার্ক স্থাপন করলো, মুকেশ আম্বানির কোম্পানি Realince Jio।
ভারতীয় সেনাবাহিনীর সংযাগিতায় এই 5G বেস স্টেশন স্থাপন করা হয়েছে। এটি 4G ও 5G পরিসেবা দেবে এখানে থাকা ভারতীয় সেনাবাহিনীকে। ভারতীয় সেনাবাহিনীর সহযেগিতায় এবং আমাদের দেশীয় 5G প্রযুক্তি ব্যাবহার করে এই দুর্গম স্থানে মোবাইল সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে jio।
বিশেষ করে জানা গিয়েছে কারাকোরাম রেঞ্জের 16,000 ফুট উচ্চতায় এই সংযোগটি স্থাপন করা হয়েছে। এই বিশাল উচ্চতায় jio-র সরঞ্জাম পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতীয় সেনাবাহিনী। আশা করা হচ্ছে এই দুর্গম স্থানে আমাদের সেনাবাহিনী যোগাযোগের ক্ষেত্রে যে সমস্যার মুখে পড়ত, সেটি অনেকখানি লাঘব করবে এই নেটওয়ার্ক।